ক্রঃ নং | কার্যক্রম | সেবা | সেবা গ্রহীতা | সেবাপ্রাপ্তির সময়সীমা | |||||
| আর্থ-সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ ) | ||||||||
০১ | পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) | · পল্লী অঞ্চলের দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন · সচেতনতা বৃদ্ধি, উদ্ভূদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষন প্রদান · ০৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋন প্রদান · লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পূজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি
| নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনি · আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের তালিকাভূক্ত · সুদমূক্ত ক্ষুদ্রঋন ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ক ও খ শ্রেনীভূক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথা পিছু আয় ২৫ হাজার টাকা পর্যন্ত · সুদমুক্ত ঋন ব্যাতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য গ শ্রেনীভূক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক ও পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্ধে | · নির্ধারিত ফর্মে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর · ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ০১ মাসের মধ্যে · ২য় ও ৩য় পর্যায়ে ঋন (পুন: বিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে | |||||
০২ | এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম | · ০৫ হাজার থেকে ২০ হাজার টাকার ক্ষুদ্র ঋন | এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বাৎসরিক আয় ২০ হাজার টাকার নীচে | · নিধৃারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর · ০১ম বার ঋন (বিনিয়োগ) গ্রহনের আবেদনের পর ০১ মাসের মধ্যে · ২য় ও ৩য় পর্যায়ে ঋন (পুন: বিনিয়োগ) গ্রহনের জন্র আবেদনের ২০ দিনের মধ্যে
| |||||
০৩ | জাতীয় সমাজকল্যাণ পরিষদের আয়বর্ধক কর্মসূচি | · সমাজের পঞ্চাৎপদ জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য আয়বর্ধক খাতে সুদমুক্ত ঋণ প্রদান | · সমাজের যে সমস্ত দরিদ্র জনগোষ্ঠী কর্মক্ষম তাদেরকে সুদমুক্ত ঋন প্রদান করে আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো | নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে যথাযত পদ্ধতি অনুসরন করে | |||||
|
সামাজিক নিরাপত্তামূলক সেবা | ||||||||
|
| ||||||||
০৪ | বয়স্কভাতা কার্যক্রম | · সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য বয়স্ক ব্যক্তিদের মাসিক ৩০০/- হারে ভাতা প্রদান করা হচ্ছে | · দেশের সকল পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তার উর্ধ বয়সী হত দরিদ্র মহিলা বা পুরুষ যার বার্ষিক আয় ৩,০০০/- · শারীরিকভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীন পুরুস ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধধিকার দেয়া হয় · তালাক প্রাপ্ত/স্বামী পরিত্যক্ত/বিপত্নীক/নি:সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীন পুরুষ ওনারীদের অগ্রাধিকার দেওয়া হয় · ভূমিহীন বয়স্ক ব্যক্তি | · বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ০৩ মাসের ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন · নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা। তবে কেউএককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময় শেষে উত্তোলন করবেন · ভাতা প্রাপ্তির নমিনি ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর ০৩ মাস পর্যন্ত ভাতা পাবেন | |||||
০৫ | অসচ্ছল প্রতিবন্ধী ভাতার কার্যক্রম | · অসচ্ছল প্রতিবন্ধীরা মাসিক ৩০০/- টাকা হারে ভাতা পাবেন | · ০৬ বছরের উর্ধে সকল ধরনের প্রতিবন্ধীব্যক্তি যিনি বয়স্কভাতা, কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না, যিনি চাকুরী জীবী কিংবা পেনশন ভোগী নন। · প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথা পিছু ফারিবারিক আয় ২৪ হাজার টাকার কম। | · বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ০৩ মাসের ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন · নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময় শেষে উত্তোলন করবেন · ভাতা প্রাপ্তির নমিনি ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর ০৩ মাস পর্যন্ত ভাতা পাবেন | |||||
০৬ | বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা | · অসচ্ছল বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের মাসিক ৩০০/- হারে ভাতা প্রদান করা হয় | · অসচ্ছল বিধবা নারী এবং অসচ্ছল স্বামী পরিত্যক্তা মহিলাদেরকে ভাতা প্রদান করা হবে | · বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ০৩ মাসের ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন · নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময় শেষে উত্তোলন করবেন · ভাতা প্রাপ্তির নমিনি ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর ০৩ মাস পর্যন্ত ভাতাপাবেন | |||||
০৭ | প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি | প্রতিবন্ধী শিক্ষার্থীদের ০৪টি স্তরে বিভক্ত করে নিম্নরুপ হারে উপবৃত্তি প্রদান · প্রাথমিক স্তরে (১ম থেকে ৫ম শ্রেনী ) জনপ্রতি মাসিক ৩০০/- · মাধ্যমিক স্তরে ( ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী ) জনপ্রতি মাসিক ৪৫০/- উচ্চ মাধ্যমিক স্তরে (একাদশ ও দ্বাদশ শ্রেনী ) জনপ্রতি মাসিক ৬০০/- · উচ্চতর স্তরে ( স্নাতক ও স্নাতোকত্তর ) জনপ্রতি মাসিক ১,০০০/- | · সরকারকর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ০৫ বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী যাদের বাৎসরিক পারিবারিক আয় ৩৬,০০০/- নিচে। | · বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ০৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহনকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিতভাবে শিক্ষাকালীন সময়ে। | |||||
০৮ | মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা | সরকার কর্তৃক নির্ধারিতহারে ভাতা প্রদান অসচ্ছল মুক্তিযোদ্ধাকে জনপ্রতি মাসিক ২,০০০/- হারে | · মুক্তযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার মাসিক আয় ১২,০০০/- উর্ধে নয় · মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদানের জন্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি, সিটি করপোরেশনের জন্য একটি এবং জেলা পর্যায়ে একটি কমিটি থাকবে · কর্মক্ষম নন বা আংশিক কর্মক্ষম/ভূমিহীন/কর্মহীন/সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধা | · বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ ০৬ মাসের মধ্যে নতুনভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন · মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রতিমাসে প্রদান করা হয়। তবে কেউ ইচ্ছা করলে একাধিক মাসের বকেয়া ভাতা একত্রে উত্তোলন করতে পারবে | |||||
| স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থাসমূহকে নিবন্ধন ও সহায়তা | ||||||||
০৯ | স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান | · ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের নিবন্ধন ও নিয়ন্ত্রন অধ্যাদেশ২ ( চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা, প্রতিষ্ঠান,সংগঠন , এতিমখানা , বেসরকারি ক্লাব নিবন্ধন আবেদনের তদন্ত করা · স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনের নিবন্ধনকরনের জন্য জেলা অফিসে ছাড়পত্র প্রেরণ
· নিবন্ধন প্রাপ্ত সংগঠনসমূহের গঠনতন্ত্র ও সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন এবং কার্যকরী পরিষদের অনুমোদন · নিবন্ধনপ্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহন · নিবন্ধনপ্রাপ্ত সংগঠনসমূহের কার্যক্রম তদারকি করা | · সেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন প্রতিষ্ঠান,ক্লাব, সংস্থা, সমিতি ইত্যাদি | · নিবন্ধন প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপ্রাপ্তির ২০ কার্য দিবস · নামের ছাড়পত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পত্রপ্রাপ্তির ০৭ কার্য দিবস · কার্যকরী কমিটি অনুমোদন প্রয়োজনীয় কাগজ-পত্রসহ আবেদনপত্র প্রাপ্তির পর ১০ কার্য দিবস · কর্ম এলাকা সম্প্রসারন প্রয়োজনীয় কাগজ-পত্রসহ আবেদনপত্র প্রাপ্তির পর ৩০ কার্য দিবস · অভিযোগ নিষ্পত্তি অভিযোগ প্রাপ্তিরপর৩০ কর্ম দিবস | |||||
১০ | বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান | · ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন · জনপ্রতি মাসিক ১,০০০/- প্রদান | · বেসরকারি এতিমখানার ০৫-০৯ বছর এতিম অর্থাৎ পিতৃহীন বা মাতৃহীন দরিদ্র শিশু | · বেসরকারি এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্রান্টের আবেদন প্রাপ্তির ০৭ মাস পর · ০২ কিস্তিতে অর্থ প্রদান | |||||
১১ | সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহের অনুদান প্রদানের সহায়তা | · নিবন্ধন প্রাপ্ত সাধারন স্বেচ্ছাসেবী সংস্থার জন্য অনুদান বন্টনের ক্ষেত্রে সর্বনিম্ন অর্থের পরিমান ১০,০০০/-
| · নিবন্ধন প্রাপ্ত সাধারন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান | · প্রতি বছর অক্টোবর মাসের মধ্যে নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে আবেদন করতে হয়, নভেম্বর মাসের মধ্যে উপজেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে যাচাই-বাছাই করে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালকের নিকট জমা দিতে হয় |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS